জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন বিজিবির মহাপরিচালক

আর.এফ.এন নিউজ :  সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন বিজিবির মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালায়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, মেজর জেনারেল আবুল হোসেনকে সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হলো।
এদিকে, বিজিবি জনসংযোগ দফতরের প্রধান মহসিন রেজা বলেছেন, বিজিরি মহাপরিচালকের সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ রয়েছে। তবে ওই স্থানে কাকে স্থলাভিষিক্ত করা হচ্ছে এখনো কোনো আদেশ আসেনি। এ অবস্থায় তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করে যাবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ নভেম্বর মেজর জেনারেল আবুল হোসেন বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
Facebook Comments Box