সম্পদ বিক্রি করে দিচ্ছেন সিলেটের প্রবাসীরা, দেশে বিনিয়োগে আগ্রহ নেই
নিজস্ব প্রতিবেদক: আমেরিকা প্রবাসী আব্দুল আহাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। বছর পাঁচেক আগে সিলেট নগরীর আম্বরখানায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করেন। গতমাসে এক কোটি সাত লাখ টাকায় এই বাড়িটি বিক্রি করে দেন তিনি।
সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী উস্তার মিয়া। বিনিয়োগ করেছিলেন নগরীর একটি বেসরকারী হাসপাতালে। ইংল্যান্ডে তাঁর রয়েছে রেস্টুরেন্টের ব্যবসা। কয়েকবছর ধরেই তাঁর রেস্টুরেন্ট ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ফলে দেশে বেসরকারি হাসপাতালের শেয়ার বিক্রি করে দেন তিনি।
কেবল আব্দুল আহাদ আর উস্তার মিয়াই নয়, সিলেটের অনেক প্রবাসীই এখন দেশ থেকে ফিরিয়ে নিচ্ছেন তাদের বিনিয়োগ। বিক্রি করে দিচ্ছেন নিজেদের সম্পদ। দেশের সম্পদ বিক্রিতে যুক্তরাজ্য প্রবাসীরাই সবচেয়ে এগিয়ে।