সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি বিএনপির
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনষ্টিডিটে কেবলমাত্র ঢাকায় বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগরী বাদে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
Facebook Comments Box