নিহত অপরজনের নাম তন্ময় বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে থাকা চ্যানেল টুয়েন্টিফোর-এর রিপোর্টার মাহমুদ কামাল বাসার কেয়ারটেকারের বরাত দিয়ে লাইভ সম্প্রচারে জানান, বিকেল ৫টার দিকে পাঁচজন লোক ওই বাসায় প্রবেশ করে। এর কিছুক্ষণ পর নিচে এসে বাসার কেয়ারটেকারকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পাঁচজনের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা টহল পুলিশকে বিষয়টি অবগত করেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে চ্যানেল টুয়েন্টিফোর সরাসরি সম্প্রচারে জানিয়েছে। ঘটনাস্থলে দীপু মনি রয়েছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। কলাবাগান থানার ডিউটি অফিসার গাজী নুর বলেন, খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।