সমকামিতার দায়ে ১১ জনের কারাদণ্ড
মিশরে সমকামিতার দায়ে ১১ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সাজাপ্রাপ্তরা সবাই পুরুষ। তাদের তিন থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
গত বছরের সেপ্টেম্বরে মিশরের রাজধানী কায়রোর উপশহর আগুজার একটি ফ্ল্যাট থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ‘চরিত্রহীনতা এবং চরিত্রহীনতায় প্ররোচনা’ দেয়ার অভিযোগে অভিযুক্ত করেছে আদালত। সমকামীদের শাস্তি বিধানে মিশরে এই আইনটি প্রয়োগ করা হয়ে থাকে। কারণ দেশটিতে সমকামিতা নিষিদ্ধ সংক্রান্ত কোনো আইন নেই।
রোববার অভিযুক্ত ওই ১১ জনের মধ্যে তিনজনকে ১২ বছরের সাজা, তিনজনকে নয় বছরের, একজনকে ছয় বছরের এবং বাকি চারজনকে তিন বছর করে কারাদণ্ড দেয় আদালত।