ইসনাইন (সোমবার), ২৪ মার্চ ২০২৫

সংসদ বর্জন বিএনপি বড় ভুল

নিজস্ব প্রতিবেদক:বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে জয় পরাজয় আছে। নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি দেশে-বিদেশে বন্ধুও হারাবে।’১ ফেব্রুয়ারি শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবাদুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায় তাহলে গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের হবে। তাদের ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে।’এ সময় বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগ্রহী নয়। তাই গত দশ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি বলেনও মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা।তিনি বলেন, ‘আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চা চক্রের আয়োজন করেছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। বিএনপি নেতিবাচক ধারা আঁকড়ে ধরায় তারা রাজনীতিতে খাদের কিনারায় পড়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

Facebook Comments Box