সাবত (শনিবার), ০৮ ফেব্রুয়ারি ২০২৫

সংসদকে অবৈধ বলায় রুলিং চান আনিসুল

জিয়ার কবর সরানোর অনুরোধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

নিউজ ডেস্ক : সংসদে দাঁড়িয়ে কেউ যেন অবৈধ বলতে না পারে সে বিষয়ে স্পিকারের কাছে রুলিং চেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘কিছু সদস্য বলেছেন এই পার্লামেন্ট অবৈধ। আমরা কেউ নির্বাচিত হইনি। উনারা যদি এই পার্লামেন্টকে অবৈধ মনে করেন তাহলে এই পার্লামেন্টে আসলেন কেন? এই পার্লামেন্টে এসে কেউ দাঁড়িয়ে বলতে পারে না অবৈধ।’

তিনি বলেন, ‘আমি আপনার কাছে রুলিং চাই। আপনাদের কাছে এটা আমাদের বক্তব্য। আপনাদের রুলিং দিতে হবে যে, কোনো সংসদ সদস্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ বলতে পারে কী না? এটার রুলিং আপনাদের দেয়া উচিত বলে আমি মনে করি।’

Facebook Comments Box