সংরক্ষণের অভাবে ভঙ্গুর ৪০০ বছর আগের মসজিদ

বগুড়া সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় ৪০০ বছর আগের নির্মিত পাশপাশি দুটি মসজিদ সংস্কারের অভাবে ভেঙে যাচ্ছে। তবে সংস্কার করে এটি রক্ষা করা হলে ইসলামী স্থাপত্যের সাক্ষী হয়ে থাকবে মসজিদ দুটি।
জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রাম।
স্থানীয়দের ধারণা মতে, সেখানে ১৬০০ সালে জমিদার বাড়ির উঠানে নির্মাণ করা হয় দুটি মসজিদ। মসজিদ দুটিতে কারুকাজ করা হয়েছে। মসজিদে অল্প কয়েকজন নামাজ আদায় করতেন। মসজিদের নকশাগুলো জমিদারি আমলের বলে স্থানীয়রা জানান। কালের বিবর্তনে এবং অযতœ-অবহেলায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মসজিদ দুটি।
বর্তমানে ওই দুটি প্রতিষ্ঠান সংলগ্ন একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় ৪০০ বছর আগে ওই দুটি দ্বীনি প্রতিষ্ঠান জমিদার পরিবারের লোকজন প্রতিষ্ঠা করলেও আজও এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান দেখে লোকজন সেখানে ভীড় জমায়।
স্থানীয়রা জানান, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের মৃত এবং দেশের বাইরে অবস্থান করায় ঐতিহ্যবাহী মসজিদ দুটি সংস্কারের অভাবে দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য।