শ্রমিক হত্যায় ৩ সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জ: তাহিরপুরে আঞ্জু মিয়া নামে এক শ্রমিক হত্যার দায়ে তিন সহোদরসহ পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে পাঁচ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কান্তি দাস এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুরের কাঁচা মিয়ার ছেলে আব্দুর রহিম, একই এলাকার মোন্তাজ আলীর ছেলে মহরম আলী, এরশাদ আলী ও জুলহাস আলী এবং মৃত আজিমুদ্দিনের ছেলে এমরান আলী।আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে তাহিরপুর এলাকার সুন্দর বাহার গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শ্রমিক আঞ্জু মিয়া নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় ওই পাঁচ জনের ফাঁসির আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবুল আশরাফ।