জুমুআ (শুক্রবার), ০১ ডিসেম্বর ২০২৩

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৫ জানুয়ারি) প্রথমবারেরমত জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভাষণ প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব)।

ভাষণে তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা যায়।

জানা গেছে, ইতোমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box