খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

শিক্ষাখাতে ব্যয় করা হবে ১৫ শতাংশ -শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মাধ্যমেই দেশের বিপুল জনগোষ্ঠী জনসম্পদে পরিণত হবে। নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকার বিনামূলে পাঠ্যপুস্তক প্রদান, মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান, শিক্ষা অবকাঠামো নির্মাণসহ নানা শিক্ষা সহায়ক কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের বাজেটের ১৫ শতাংশ পর্যন্ত শিক্ষাখাতে ব্যয় করা হবে। ’

বুধবার দুপুরে বিয়ানীবাজারের পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘নতুন প্রজন্ম হচ্ছে আধুনিক বাংলাদেশের নির্মাতা। তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে ওঠতে হবে। ’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ, শিক্ষা বিভাগ সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর কবির, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ-সভাপতি আব্দুল আাহাদ, বিয়ানীবাজারের পৌর মেয়র আবদুস শুকুর প্রমুখ।

Facebook Comments Box