জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

লেবাননের সঙ্গে বিনিময় চুক্তি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক  : সাংস্কৃতিক বিনিময়ে লেবাননের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে লেবানন সরকারের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট অন কালচারাল কো-অপারেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব লেবানন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক খসড়া অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চুক্তির উদ্দেশ্য হলো দু’দেশের মধ্যে সংস্কৃতি, কৃষ্টি ও ঐহিত্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দু’দেশের সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা। সভা, সেমিনার ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে উভয় দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় হবে। চারুকলা, শিল্পকলা, শিল্প-সাংস্কৃতি ও অন্যান্য সাংস্কৃতিক মাধ্যমে উভয় দেশের সাংস্কৃতিকে সমৃদ্ধ করা হবে।’

সিনিয়র সচিব বলেন, ‘চুক্তির আওতায় প্রকাশনা ও গবেষণা ইত্যাদি কাজে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাংস্কৃতি শিল্পকলা সংরক্ষণে দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা হবে।’

লেবাননে অস্থিরতা চলছে। এমন একটি দেশের সঙ্গে কেন এ ধরনের চুক্তি করা হচ্ছে- জানতে চাইলে শামসুল আরেফিন বলেন, ‘সাংস্কৃতিক চুক্তি তো অনেক দেশের সঙ্গে হয়েছে। লেবানন সাংস্কৃতিকভাবে অনেক উন্নত একটি দেশ। সেই বিবেচনায় লেবাননের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি হচ্ছে।’

Facebook Comments Box