আহাদ (রবিবার), ১৫ সেপ্টেম্বর ২০২৪

লাখ লাখ আফগানকে বাঁচাতে সাহায্যের আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে— আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা করার জন্য তহবিল ও সম্পদের অভাব; কয়েক দশকের অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশটির লাখ লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গত শুক্রবার নতুন সতর্কতার মাধ্যমে ডব্লিউএইচও আফগান স্বাস্থ্য সঙ্কট মোকাবেলায় সহায়তা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। ডব্লিউএইচও বলেছে, নিষ্ক্রিয়তার পরিণতি হবে সর্বনাশা।

ডব্লিউএইচও উল্লেখ করেছে যে— যদি বিনিয়োগ বাড়ানো না হয়, তবে ৮০ লাখ আফগান অপরিহার্য ও গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী স্বাস্থ্য সহায়তা পাওয়ার সুযোগ হারাবে এবং সাড়ে চার লাখ রোগী জীবনরক্ষাকারী ট্রমা (আঘাত জনিত সমস্যা) পরিষেবায় কোনো সেবাই পাবে না। এছাড়া, মানসিক স্বাস্থ্য সংকটে থাকা আনুমানিক ১৬ লাখ মানুষ এই সংক্রান্ত পরামর্শ ও মনোসামাজিক সহায়তার সুযোগ লাভ থেকে বঞ্চিত হবে।

Facebook Comments Box