খামিছ (বৃহস্পতিবার), ১৬ জানুয়ারি ২০২৫

রেকর্ড বার্ষিক লোকসানে জার্মানির লুফথানসা

আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞায় ২০২০ সালের বেশির ভাগ সময়ই বিশ্বজুড়ে ভ্রমণ বন্ধ ছিল। একের পর এক স্থগিত হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এমন পরিস্থিতিতে বৈশ্বিক উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো বড় অংকের ক্ষতির মুখে পড়েছে। এ লোকসান থেকে বাদ যায়নি ইউরোপের বৃহত্তম এয়ারলাইনসও। জার্মানির রাষ্ট্রীয় এ এয়ারলাইনস লুফথানসা গত বছর রেকর্ড ৬৭০ কোটি ডলার লোকসানের কথা জানিয়েছে। খবর এএফপি।

চলতি বছরেও প্রতিষ্ঠানটি অপারেটিং লোকসানের পূর্বাভাস দিয়েছে।

করোনায় সরকার সীমান্ত বন্ধ করে দিলে উড়োজাহাজ সংস্থা একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিল। লুফথানসার প্রধান নির্বাহী কারস্টেন স্পোহর বলেছে, গত বছরটি আমাদের গ্রাহক, কর্মী ও শেয়ারহোল্ডারদের জন্য সংস্থার ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল।

Facebook Comments Box