আহাদ (রবিবার), ১৫ সেপ্টেম্বর ২০২৪

রিমান্ডে আরো তিনজনের নাম বলেছেন শফিক রেহমান

প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় জড়িত আরও তিনজনের নাম বলেছেন সাংবাদিক শফিক রেহমান। শফিক রেহমানকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

রোববার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের এ তথ্য জানান।

তিনি জানান, জয়কে অপহরণ চেষ্টা ও হত্যার পরিকল্পনার ৩০ হাজার মার্কিন ডলারের মধ্যে বেশ কিছু অর্থ শফিক রেহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। এফবিআই এজেন্টকে এ টাকা দেওয়ারও তথ্য-প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্রের অর্থ যোগানদাতাসহ ওই তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

Facebook Comments Box