আহাদ (রবিবার), ২৩ মার্চ ২০২৫

রিভিউ শুনানির জন্য এক সপ্তাহ সময় পেলেন নিজামী

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন শুনানির জন্য এক সপ্তাহের সময় দিয়েছে আপিল বিভাগ।
ওই রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর জামায়াতে ইসলামীর আমির নিজামীর অন্যতম আইনজীবী এস এম শাহজাহান রোববার সকালে ছয় সপ্তাহ সময়ের আবেদন করেন।  তার বক্তব্য শুনে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রোববারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৬ নম্বরে রয়েছে।
এই বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানির দিন ধার্যের শুনানি করবেন। তবে শুনানি পেছানোর জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ছয় সপ্তাহের সময়ের আবেদন জানিয়েছেন নিজামীর আইনজীবীরা।

Facebook Comments Box