খামিছ (বৃহস্পতিবার), ২৪ এপ্রিল ২০২৫

রিজার্ভ চুরি নিয়ে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি

রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি করেন।
গণমাধ্যমের খবরের বরাত দিয়ে মুজিবুল হক বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনার তিন বছর পর বাংলাদেশ ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা করেছে। ফিলিপাইনের রিজল ব্যাংক (রিজল কমার্শিয়াল ব্যাংক, আরসিবিসি) দাবি করেছে এই মামলা ভিত্তিহীন ও পলিটিক্যাল স্ট্যান্ট।’
তিনি বলেন, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত হয়েছিল। এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কারও দায় আছে কিনা তা নিয়ে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

Facebook Comments Box