রিজার্ভ চুরিতে জড়িত ২০ বিদেশি সনাক্ত: সিআইডি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় ২০ বিদেশি জড়িত বলে জানতে পেরেছে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। বিশ্বের সবচেয়ে বড় অর্থ হ্যাকিংয়ের এ ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত আছেন বলে প্রাথমিক তদন্তে জেনেছে গোয়েন্দা সংস্থাটি।
সোমবার দুপুরে ডিআইজি (সিআইডি) শাহ আলম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের কোন লিংক থেকে এই চুরির নির্দেশ দেওয়া হয়েছে, সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে।
ফেব্রুয়ারি মাসের শুরুতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত অর্থ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা তদন্ত করছে সিআইডি। চুরি হওয়া অর্থ থেকে এখন পর্যন্ত ২ কোটি ডলার উদ্ধার করা গেছে।