সাবত (শনিবার), ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ায় মার্কিন ‘গুপ্তচরকে’ রাশিয়ার আদালত কারাদণ্ড

রাশিয়ায় মার্কিন ‘গুপ্তচরকে’ রাশিয়ার আদালত কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক এক মার্কিন মেরিন কর্মকর্তাকে রাশিয়ার আদালত কারাদণ্ড দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানিয়েছে, পল উইলান নামে সাবেক ওই মেরিন কর্মকর্তাকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মস্কোর আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।

আরো পড়ুন : ১ হালি ইলিশ কেনায় ১ বছর কারাদন্ড !

রাশিয়ার অভিযোগ, ৫০ বছর বয়সী পল উইলান ২০১৮ সালের ডিসেম্বরে মস্কোয় এক হোটেল রুমে একটি কম্পিউটার ফ্ল্যাশ ড্রাইভসহ ধরা পড়ে। তাতে রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল।

তবে এমন অভিযোগ অস্বীকার করে উইলান দাবি করেছে, এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় হঠাৎ তার এক বন্ধু এসে ওই ইউএসবি ড্রাইভটি তাকে দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই নিরাপত্তা কর্মকর্তারা এসে রাষ্ট্রীয় গোপন তথ্য থাকার অভিযোগে তাকে ধরে নিয়ে যায়।

আরো পড়ুন : ১৯৫ বস্তা ধান জব্দ, উপ-খাদ্য কর্মকর্তা অঞ্জন কুমারের কারাদন্ড

রাশিয়ার বিচার প্রক্রিয়াকে উইলান ‘ন্যাক্কারজনক’ এবং সাজানো নাটক আখ্যা দিয়েছেন।

মস্কোর আদালতে সাজা ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে উইলানের মুক্তি দাবি করেছেন।

তার অভিযোগ, মামলাটির বিচার প্রক্রিয়া গোপনে চালানো হয়েছে এবং বিচার নিরপেক্ষ হয়নি।

Facebook Comments Box