ছুলাছা (মঙ্গলবার), ১১ নভেম্বর ২০২৫

রাজশাহী সীমান্তে ফেনসিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক

নিউজ ডেস্ক:রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানার সীমান্ত থেকে ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১) সদস্যরা।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আসিফ বুলবুল জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির শাহাপুর বিওপি’র হাবিলদার কামাল হোসেনের নেতৃত্বে পদ্মারচরে অভিযান চালানো হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৮ হাজার টাকা। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটক দু’জন হলেন চারঘাটের টাঙন এলাকার হারান সরদার (৪৮) ও বাশীরাজ মণ্ডল (৩৮)। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে কাটাখালী এলাকায় সোপর্দ করা হয়েছে।আটকদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান রাজশাহী বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Facebook Comments Box