সাবত (শনিবার), ০৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের হরতাল মিছিল

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল-পিকেটিং করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মহানগর পূর্ব শিবির

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।শাখা সভাপতি সিয়াম রেজার সভাপতিত্বে ও সেক্রেটারি এস.আর মিঠু’র পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সগীর বিন সাঈদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে এক কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে শিবির।

মোহাম্মদপুর-আদাবর

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে সকাল পৌনে ৮টায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, জামায়াত নেতা সাইফুর রহমান, কিরণ, আব্দুল হান্নান, এ্যড. কামরুল, ইমরান হাসান তারিফ ও রাবিউল উপস্থিত ছিলেন।

লালবাগ

হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নবাবপুর রোডে মিছিল করেছে লালবাগ থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন আবু আনাম, মহসিন, শাহ আলম, শহীদুল ইসলাম ও রাশেদ প্রমুখ।

বংশাল

হরতালের সমর্থনে সোমবার সকাল ৬টায় নয়াবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহমান, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, রাসেদ সিদ্দিকী, মো: শামীম, ফজলে আজিম, কাদের মোল্লাহ ও আমীর হোসেন প্রমুখ।

মুগদা

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর মুগদা পুকুরপাড় এলাকায় সকাল ৭টায় মিছিল করেছে জামায়াতে ইসলামী মুগদা থানা।

মিছিলে উপস্থিত ছিলেন আবু রিফাত, ফাহিম আহমেদ, খলিলুর রহমান, এ সামাদ প্রমুখ।

সবুজবাগ

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বনশ্রী এলাকায় সকাল ৭টায় বিক্ষোভ মিছিল করে সবুজবাগ থানা জামায়াতের নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন আবু মাহি, রানা, মনির উদ্দিন, বজলুর রহমান, এ্যাডভোকেট ফারুখ প্রমূখ।

কামরাঙ্গীরচর

হরতালের সমর্থনে কামরাঙ্গীরচর থানার উদ্যোগে নবাবগঞ্জ বেড়বাধ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম, আবু হানিফ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শিবির নেতা  আনিসুর রহমান ও সাজ্জাদ প্রমুখ।

যাত্রাবাড়ি পশ্চিম

বিমানবন্দর

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আশকোনা এলাকায় মিছিল করেছে বিমানবন্দর থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ ইব্রাহিম খলিল, আবুল হাসেম, সাব্বির সওদাগর, সামিম হোসেন, মোঃ শাহ আলম, ইঞ্জিনিয়ার রুহুল হক ও শিবির নেতা আমিনুর রহমান।

মিরপুর পূর্ব-পশ্চিম

হরতালের সমর্থনে সোমবার সকালে মিছিল করেছে মিরপুর পূর্ব ও পশ্চিম থানার জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলে জামায়াত নেতা নুরুল ইসলাম আকন্দ, জাহাঙ্গীর কবির, আহামাদুল্লাহ, বেলায়েত হোসাইন, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, রজব আলী, ইদ্রিস খান, ইমরান হোসাইন, মাহফুজুর রহমান আব্দুল্লাহ জুবায়ের, মুয়াজ, মীতুল, মাহবুব, সেলিম, ইছাহাক, আসাদ  ও শিবির নেতা এনামুল হক ও মোত্তাকিম উপস্থিত ছিলেন ।

কাফরুল থানা

হরতালের সমর্থনে কাফরুলে মিছিল করেছে কাফরুল থানা  জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলে জামায়াত নেতা সেলিম খলিফা, শাহ আলম, খবির, ছাত্র নেতা আহসান হাবিব ও আল আমিন উপস্থিত ছিলেন।

তুরাগ

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে দিয়াবাড়ি এলাকায় মিছিল করেছে তুরাগ থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা  মেজবাহ উদ্দিন নায়েম, সাইদুর রহমান মোল্লা, ইয়ামিন, রুবেল প্রমুখ।

খিলক্ষেত

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে খিলক্ষেত এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলে জামায়াত নেতা মোঃ হোছাইন আহমেদ, ছলিমুল্লা, হাবিবুর ররহমান, আবুল বাসার, মোহম্মদ উল্লাহ, আতিকুর রহমান ও শিবির নেতা আবু নাইম ও ছারওয়ার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box