ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

রাজকোষ চুরি: তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে

বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে জমা দিয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে কমিটি মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। গত ১৫ই মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে অন্তবর্তীকালীন প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি।

Facebook Comments Box