রাজউকের হিসাবরক্ষককে গ্রেপ্তার করলো দুদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হিসাবরক্ষক তাহমিদুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল। দুদক সূত্র জানায়, তাহমিদুল ইসলাম দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের অক্টোবরে রাজধানীর শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় মামলা দুটি করে দুদক। মানি লন্ডারিং আইনে করা একটি মামলায় তাহমিদুলের বিরুদ্ধে ৯৮ লাখ টাকার বেশি সন্দেহজনক ও অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়। আরেকটি মামলা করা হয় প্রতারণার অভিযোগে। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও ব্যবসায়ী পরিচয়ে পাসপোর্ট নেয়ার অভিযোগে ওই মামলাটি হয়।