সাবত (শনিবার), ২৫ মার্চ ২০২৩

রমজানে যে পরিমাণ খাদ্য দরকার তা আমাদের হাতে আছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: রমজানের আগে সবাই যেন একসঙ্গে নিত্যপণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে না পড়ে সে জন্য পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘সাপ্লাইয়ের তো একটা চেইন থাকে। যদি কেউ মনে করে, রোজা শুরু হওয়ার ২/৩ দিন আগে সারা মাসেরটা একসঙ্গে কিনবো, তাহলে সাপ্লাইয়ে চাপ পড়ে। তখনই ব্যবসায়ীরা সুযোগ নেয়। আমাদের স্টক আছে। দাম বাড়ার কোনও কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে কেনার বিষয়টা পরিহার করতে হবে। রমজান মাসে যে পরিমাণ খাদ্য দরকার সেটা আমাদের পুরোপুরি হাতে আছে।’

শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রোটারি ক্লাব অফ উত্তরা ফ্যামিলি ডে ও সার্ভিস প্রজেক্টের অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও পুলিশ লাইনে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার আছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা আছে, তারা তাদের লোকজন দিয়ে বাজার মনিটরিং করে। আমাদের পুলিশ ও র‌্যাব আছে। রমজানের যেখানে অবৈধভাবে খাদ্যের দাম বাড়ানোর চেষ্টা করবে বা মজুত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটা কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর এবং ছোলা বুট দেওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি আফসানা শর্মী, রোটারি ক্লাব অফ উত্তরার সভাপতিসহ ক্লাবের নেতৃবৃন্দ।

Facebook Comments Box