খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

রফতানি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

রফতানি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক: পণ্য রফতানি মূল্য বিলম্বে প্রত্যাবাসন (রফতানি পণ্যের মূল্য নির্ধারিত সময়ে না আসলে) হলে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে মূল্য পরিশোধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ রফতানি পণ্যের মূল্য যে‌দিনই দে‌শে আস‌ুক, প্রকৃত প্রত্যাবাসনের তারিখের ডলারের রেটে মূল্য পরিশোধ কর‌বে ব্যাংক।

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিলম্বে রফতানি মূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে রফতানি মূল্য নগদায়ন করতে হবে। একইসঙ্গে রফতানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখে প্রচলিত বিনিময় হার প্রয়োগ করে রফতানিকারক প্রতিষ্ঠানকে মূল্য পরিশোধ করতে হবে।

রফতানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখ এবং প্রত্যাবাসনের সময়ে বিনিময় হারের ব্যবধান হয়। এতে জটিলতা তৈরি হওয়ায় নতুন নির্দেশনা দিয়ে তা কার্যকর করার জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, চলতি বিনিময় হার এবং মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখের বিনিময় হারের ব্যবধানের অর্থ পৃথক খতিয়ানে রাখতে হবে। আর তা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।

এ সার্কুলার জারির পর সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে রফতানি মূল্য প্রত্যাবাসনে গতি আসার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box