যৌন কেলেঙ্কারিতে ফক্স নিউজ প্রধানের পদত্যাগ
আরএফএন ডেস্ক: যৌন কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের প্রধান নির্বাহী রজার অ্যালিস।
প্রায় ২০ বছর এই গণমাধ্যমটিতে চাকরির পর যৌন কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার পদত্যাগ করে সে। ফক্স নিউজ চ্যানেলের প্রাক্তন সংবাদ সঞ্চালিকা গ্রেচেন কার্লসন যৌন হয়রানির অভিযোগ এনেছিলো অ্যালিসের বিরুদ্ধে। এর আগে মেগান কেলি নামের আরেকজন সংবাদ সঞ্চালিকা রজারের যৌন লালসার শিকার হয়েছিলো বলে খবর প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে।
Facebook Comments Box