যোগী আদিত্যনাথের শপথের দিনেই বিএসপি মুসলিম নেতা খুন

ফের বিতর্কে ভারতের উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের শপথের দিনই সংখ্যালঘু বিএসপি নেতা খুন হয়েছে। এলাহাবাদে বিএসপি নেতা মহম্মদ সামিকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। রবিবার রাত সাড়ে নটা নাগাদ একটি পেট্রল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। বাইকে করে এসে দুজন গুলি চালাতে থাকে শামিকে লক্ষ্য করে। পাঁচটি গুলি লাগে এই বিএসপি নেতার। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
মহম্মদ শামি আগে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে তিনি মায়াবতীর দলে যোগ দেন। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের দাবি, পুরনো বিবাদের জেরেই এই খুন। তবে সবরকম দিক খতিয়ে দেখা হচ্ছে।
তবে যোগী আদিত্যনাথের শপথের দিনেই এমন ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এর পেছনে কোনও ধর্মীয় উস্কানি নেই। তবে, কেন খুন হলেন বা কে খুন করল, তা নিশ্চয় তদন্ত হবে। আর যোগী আদিত্যনাথ মুসলমান বিদ্বেষী হিসাবে আগে থেকেই বেশ সমালোচিত।