ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসলেন তাইওয়ানের লিন

গোয়েন্দা তৎপরতার অভিযোগে ফেঁসে গেছেন মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা। তিনি চীন ও তাইওয়ানের কাছে সামরিক বিভাগের গোপন তথ্যাদি সরবরাহ করেছেন বলে অভিযোগ ওঠেছে। ওই মার্কিন নৌ কর্মকর্তার নাম লে. কমোডর এডওয়ার্ড লিন। যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার জন্ম তাইওয়ানে। চীন ও তাইওয়ানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে আটক করেছে ভার্জিনিয়ার নৌ ব্রিগেডিয়ার। যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে তার বিচার হবে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি তার এক চীনা বান্ধবীর কাছে ওইসব গোপন তথ্য সরবরাহ করেছিলেন। এছাড়া তিনি ওই দেশটিতে গোপনে সফরও করেছিলেন। কিন্তু তিনি এ নিয়ে মিথ্যা বলেছিলেন। লে. কমোডর লিন নৌবাহিনীর বিশেষ বিমান ইপি-৩সি এয়ার্সের (২য়) গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। ১৯৯৯ সালে তিনি সাধারণ নাবিক হিসেবে মার্কিন নেভি-তে যোগ দিয়েছিলেন। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর আবেগাপ্লুত লিন বলেছিলেন,‘আমি সবসময় আমেরিকা আসার স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখতে দেখতে  আমি বেড়ে ওঠেছি। আমরা কাছে আমেরিকা হচ্ছে এক স্বপ্নের দেশ।’

Facebook Comments Box