ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

সিঙ্গাইর মহাসড়কের গাছ কাটা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

সারাদেশের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।আগামী ২২ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি  আশরাফুল কামাল আজ এই আদেশ দেয়।

মেডিকেল ওয়েষ্ট ম্যানেজমেন্ট এন্ড প্রসেসিং-২০০৮ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট করেন আল আমিন নামে এক ব্যক্তি।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

Facebook Comments Box