জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

মেক্সিকো সীমান্তে সেনা উপস্থিতি বাড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ২ হাজার সেনাসদস্য পাঠিয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করে পেন্টাগন।

নতুন করে সেনা সংখ্যা বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে এখন মোট সেনা সংখ্যা দাঁড়ালো ৪৩০০ জনে।

পেন্টাগন জানিয়েছে, এসব সেনাসদস্য সীমান্তে টহলরত প্রতিনিধিদের সহায়তা করবে, নজরদারি কর্মকাণ্ড চালাবে এবং সীমান্তে কয়েক মাইলের কাঁটাতার স্থাপন করবে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কংগ্রেস সদস্যদের দ্বন্দ্বের মধ্যেই সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর এ খবর এলো।

ট্রাম্প জানিয়েছেন, অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো দেয়াল তৈরি ছাড়া ভিন্ন কোনো পথ নেই।

তথ্য : বিবিসি

Facebook Comments Box