মুসলিম হওয়াতে বিমান থেকে নামিয়ে দেয়া হল যাত্রীকে
আবারো মুসলিম যাত্রীর প্রতি বৈষম্য প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ। আসন পরিবর্তন করতে চাওয়ায় বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে হিজাব পরিহিত মুসলিম এক নারীকে। ঘটনাটি ঘটেছে শিকাগোতে। হাকিমা আবদুল্লা নামের এক যাত্রীর ফ্লাইট বাতিল করেছে সেখানকার সাউথইস্ট এয়ারলাইন্স।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, হাকিমা তার পাশের আসনে বসা যাত্রীর সঙ্গে বসতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় তার ফ্লাইট বাতিল করা হয়েছে। এ বিষয়ে হাকিমা বলেন, ‘আমি শিকাগো থেকে সিটলে যেতে এই ফ্লাইটে বুকিং দেই। আমি চেয়েছিলাম আসনটি পরিবর্তন করতে। কিন্তু কর্তৃপক্ষ এর পরিবর্তে আমার ফ্লাইটটি বাতিল করে দিল।’
কোনো যৌক্তিক কারণ ছাড়াই তার ফ্লাইটটি কর্তৃপক্ষ বাতিল করেছে বলেও জানান তিনি। তবে কেন তিনি আসন পরিবর্তন করতে চেয়েছিলেন- সে বিষয়ে কিছু জানাননি হাকিমা। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার সাউথইস্ট এয়ারলাইন্সে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে আরবি ভাষায় কথা বলায় খাইরুদ্দিন মাখজুমি নামে এক ইরাকি এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছিলো এই এয়ারলাইন্সটি।