মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুজন আটক
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে সোমবার সকালে লৌহজংয়ের গোয়ালীমান্দ্র ও সিরাজদিখানের কাঠসাগড়া গ্রামে পৃথক অভিযানে পাঁচ’শ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দুটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচলনা করে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রাম থেকে মোসলে উদ্দিন সর্দারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সর্দারকে (৩২) ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অপরদিকে, সিরাজদীখান উপজেলার কাঠসাগরা গ্রাম থেকে মানিক মিয়ার ছেলে বিল্লাল হোসেন রনিকে (২২) ২০০ পিস ইয়াবসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে লৌহজং ও সিরাজদীখান থানায় সোপর্দ করা হয়েছে।