জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

মিরপুর শপিং কমপ্লেক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত মিরপুর শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪টার সময় সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।

তাৎক্ষণিকভাবে ফায়ার সর্ভিস ওই শপিং কমপ্লেক্সের নাম জানাতে না পারলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সেটি মিরপুর শপিং কমপ্লেক্স।এটি মিরপুর-২ নম্বরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীতে বলে জানা গেছে।এ পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

Facebook Comments Box