জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের আদালত। একই সঙ্গে বরিশালে ২০০কোটি টাকার পৃথক দুটি মামলায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।মঙ্গলবার বরিশাল ও নারায়ণগঞ্জ পৃথক এ তিনটি মামলা করা হয়।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে সকালে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া।

Facebook Comments Box