মালয়েশিয়ায় কংক্রিটের চাপায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার মার্সিংয়ে হাইওয়ে কেএম৬০ এ চলন্ত লরি থেকে ৫০০ কেজি কংক্রিটের চাপায় আমির মাহমুদ (৪১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গতকাল (২ এপ্রিল) বিকেলে মালয়েশিয়ার দক্ষিণ পূর্বে মার্সিংয়ে জালান বাতুপাহাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির মাহমুদ ওই এলাকায় একটি ভাঙা পাইপের সংস্কার কর্মী ছিলেন।
জেলা পুলিশের প্রধান অ্যাসিসটেন্ট কমিশনার মুহম্মদ লাহাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে নিহত ব্যক্তি যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তখন ওই লরির পেছন থেকে ৫০০ কেজি কংক্রিট গড়িয়ে আমিরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্যে বাসার হাজ্জাহ খালসম হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। কোনো অবহেলা থাকলেও সেটিও খতিয়ে দেখা হবে বলেও জানান ওই কর্মকর্তা।