মাদকমুক্ত বাংলাদেশ আমাদের গড়তেই হবে: প্রধানমন্ত্রী
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাদক একটি দেশকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। একটা সংসারকে ধ্বংস করে। মাদকমুক্ত বাংলাদেশ আমাদের গড়তেই হবে। মাদকের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে যাই বলুক, কিছু আসে-যায় না। মাদকের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রাখবো। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এগিয়ে নিয়ে যাবো। ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বাজেটের প্রশংসা করে সংসদ নেতা বলেন, ‘অর্থমন্ত্রী চমৎকার বাজেট দিয়েছেন। এটা নিয়ে কেউ কোনও কথা বলতে পারেননি। সব শ্রেণির মানুষের কথা বিবেচনা করে এই বাজেট দিয়েছেন। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। সেটাই আমরা আশা করি। তিনি দীর্ঘজীবী হোন। তার সুস্বাস্থ্য কামনা করি। তিনি আরও বাজেট দিন, এটা আমরা চাই।