আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

মাজলিসু রুইয়াতিল হিলাল সংবাদ- পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি

পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি

নিউজ ডেস্ক: ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর সংবাদ অনুযায়ী বাংলাদেশে মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় পবিত্র যিলহজ্জ শরীফ মাসের চাঁদ দেখা যায়নি।

তাই ১০ই যিলহজ্জ শরীফ ১৪৪১ হিজরী মুতাবিক আগামী ০৩ ছালিছ ১৩৮৮ শামসী (০১ আগস্ট ২০২০ খৃ.) শনিবার পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা শরীফ।

উল্লেখ্য, ১৪৪১ হিজরী সনের পবিত্র যিলহজ্জ মাস এর চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য  মঙ্গলবার ২৩ ছানী ১৩৮৮ শামসী (২১ জুলাই ২০২০ খৃ.) দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর সভা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের মাজলিসু রুইয়াতিল হিলাল এর প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সারাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি।

তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন, বুধবার ২৪ ছানী ১৩৮৮ শামসী, (২২ জুলাই ২০২০ খৃঃ) পবিত্র যিলক্বদ মাস এর ৩০ দিন পূর্ণ হওয়ার পর  (বৃহস্পতিবার) ২৫ ছানী ১৩৮৮ শামসী (২৩ জুলাই ২০২০ খৃঃ) হবে পবিত্র যিলহজ্জ শরীফ এর ১লা তারিখ। সুতরাং ০৩ ছালিছ ১৩৮৮ শামসী (০১ আগস্ট ২০২০ খৃ.) শনিবার পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা শরীফ।

উল্লেখ্য, পবিত্র যিলহজ্জ শরীফ মাস এর প্রথম ক্ষমা রাত্রিতে বিশেষভাবে দুআ কবুল হয়ে থাকে।

Facebook Comments Box