জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

ভেনিজুয়েলাকে উন্নত অস্ত্র দিয়েছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সামরিক আগ্রাসনের হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র রয়েছে যা রাশিয়া ও চীন সরবরাহ করেছে।
তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তা মোকাবেলার জন্য তার দেশের সেনাবহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মাদুরো বলেন, মার্কিন আগ্রাসন মোকাবেলায় সেনাবাহিনীর সঙ্গে ভেনিজুয়েলার লাখ লাখ প্যারামিলিটারি অংশ নেবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল হিস্পান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাদুরো এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন সরকারের সামরিক হুমকিকে ভেনিজুয়েলা গুরুত্বসহকারে নিয়েছে এবং দেশের সীমান্ত ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
মাদুরো বলেন, “আমরা সম্প্রতি পাঁচদিনব্যাপী সামরিক মহড়া চালিয়েছি। এছাড়া, চীন ও রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র পেয়েছি। আমরা আমাদের পুরো সামরিক বাহিনীকে উন্নত করেছি এবং জনপ্রিয় প্যারামিলিটারিকে বিস্তৃত করেছি যাদের সংখ্যা এপ্রিলের মধ্যে ২০ লাখে পৌঁছাবে।”
সম্প্রতি ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে উসকানি দিয়ে এ সংকট তীব্রতর করে তুলেছে আমেরিকা। ভেনিজুয়েলার বিরুদ্ধে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক আগ্রাসনের হুমকি দিচ্ছেন।
সূএ: পার্সটুডে

Facebook Comments Box