ভারী বর্ষণের থাইল্যান্ডে ভূমিধস নিহত ৭
ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে থাইল্যান্ডে ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে আরো একজন নিখোঁজ রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তা প্রাসিত দুসাদিওং এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাসিত দুসাদিওং জানান, পার্বত্য অঞ্চলের ন্যান প্রদেশের বো ক্লুয়া জেলায় ভূমিধস হয়েছে। হতাহতদের সবাই এই এলাকার বাসিন্দা। ওই এলাকায় ভূমিধসে বাড়িঘর এবং রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, দুই সপ্তাহ ধরে ভারী বর্ষণের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। আমরা এ ধরনের ধসের ব্যাপারে লোকজনকে সতর্ক করেছি। কিন্তু তারা যে এমন বিপর্যয়ের মুখোমুখি হবেন সেটির প্রত্যাশা ছিল না।