ভারতে ১৩ ঘণ্টায় ৩৭ হাজার বজ্রপাত

কালবৈশাখী মৌসুমে ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা স্বাভাবিক। তবে ঘণ্টায় দুই হাজার আটশ’র মতো বজ্রপাত প্রকৃতির ‘বিরূপ প্রতিক্রিয়া’ হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা। যা খোদায়ী গযব হিসেবে সাব্যস্ত।
সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯টি বজ্রপাতের রেকর্ডের তথ্য জানিয়েছে প্রদেশের দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে নয় বছরের এক শিশুসহ অন্তত ৯ জনের প্রাণহানি এবং অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে।
মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবছর ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে অকাল বন্যায় মানুষ, পশু-পাখির প্রাণহানিসহ ফসল নষ্টের ঘটনা ঘটে।
গত মঙ্গলবারের (২৪ এপ্রিল) বজ্রপাতের এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে রাষ্ট্রীয় জরুরি অবস্থা পরিচালনা কেন্দ্রের মুখপাত্র কিষাণ শাঙ্কু বলেন, গত বছরের মে মাসজুড়ে রাজ্যটিতে যেখানে ৩০ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে, সেখানে ১৩ ঘণ্টায় প্রায় ৩৭ হাজার বজ্রপাতের ঘটনা ভাবনায় বিষয়।
তার মতো অনেক বিজ্ঞানী বজ্রপাতের এ ‘অসঙ্গতিপূর্ণ’ ঘটনাকে ‘বৈশ্বিক উষ্ণতা’র কারণ হিসেবে মনে করলেও, মূলত এটা খোদায়ী গযব ছাড়া অন্য কিছু নয়।