ছুলাছা (মঙ্গলবার), ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে গরুর গোশত খাওয়ার সন্দেহে দলিত বাড়িতে হামলা

আরএফএন ডেস্কঃ ভারতের কর্নাটক রাজ্যের একটি ‘দলিত’ বা নিম্নবর্ণের হিন্দু পরিবার গরুর গোশত খেয়েছে – এই সন্দেহে তাদের ওপর আক্রমণ চালিয়েছে বজরঙ্গ দল নামে একটি হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠী ।

কর্নাটক রাজ্যের চিকমাগালুরে এ ঘটনা ঘটে। সপ্তাহখানেক আগে এ ঘটনাটি আজই জানা গেছে।

খবরে বলা হয়, বজরঙ্গ দল নামে দক্ষিণপন্থী গোষ্ঠীটির প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য এই আক্রমণ চালায়। এতে পরিবারটির তিন জন সদস্য গুরুতর আহত হয় বলে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে।

কর্নাটক সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম নামে একটি সংগঠন এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে ছাড়া পেয়ে গেছে।

গত মাসে ভারতের গুজরাট রাজ্যের উনা শহরে স্বঘোষিত ‘গো-রক্ষক’ গোষ্ঠীর লোকেরা চারজন দলিত সম্প্রদায়ের ট্যানারি শ্রমিককে প্রকাশ্যে মারধর করে।

গত বছর উত্তর প্রদেশে একটি মুসলিম পরিবারে গরুর গোশতখাওয়া এবং রাখা হয়েছে, এ গুজব ছড়ানোর পর এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে।

ক্রুদ্ধ একদল লোক মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে ওই বাড়ি থেকে টেনে বের করে এনে হত্যা করে।

Facebook Comments Box