ইসনাইন (সোমবার), ০৪ নভেম্বর ২০২৪

ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারে মার্কিনীরা

ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারে মার্কিন সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের সঙ্গে সামরিক সরঞ্জাম বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। দুই দেশের সামরিক বাহিনী প্রয়োজনে একে অপরের ভূমি, আকাশপথ এবং নৌপথ ব্যবহার করবে। মার্কিন সৈন্যরা সরকারের আমন্ত্রণে ভারতে আসতে পারবে। তবে এই শর্ত মানতে কোনো দেশ বাধ্য নয়। তবে দুই দেশের এই চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ভারত চায় মার্কিন প্রযুক্তির ভেতরে প্রবেশ করতে। এর ফলে তারাও দেশে ওই প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারবে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ গঠনে সহায়তা করবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box