ভারতের সঙ্গে শ্রীলঙ্কার মুদ্রা বিনিময় প্রস্তাব অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভারতের কেন্দ্রিয় ব্যাংকের (আরবিআই) সঙ্গে এক গুরুত্বপূর্ণ চুক্তিতে প্রবেশ করতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে দ্বীপদেশটির বৈদেশিক মুদ্রাভাণ্ডারে টান পড়েছে।
শ্রীলঙ্কার এক মন্ত্রীর বরাত দিয়ে খবরে বলা হয় যে, দেশটির মন্ত্রিসভা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ৪০০ মিলিয়ন ডলার বিনিময় করার একটি প্রস্তাব অনুমোদন করেছে।
একই সঙ্গে অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা আরবিআই-এর সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি করার প্রস্তাব দেন। এর মাধ্যমে স্বল্পমেয়াদি আন্তর্জাতিক প্রয়োজন মেটানো হবে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে যোগাযোগমন্ত্রী বান্দুলা গুনাবর্ধনে জানিয়েছেন।