আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

ভারতের মধ্যপ্রদেশে হোটেল ধস, ব্যাপক হতাহত

ভারতের মধ্যপ্রদেশে একটি হোটেল ধসে ব্যাপক হতাহতের ঘটনা  ঘটেছে। হোটেলটি ইন্দোর শহরের ব্যস্ততম সারবাতে বাসস্ট্যান্ডের পাশেই অবস্থান। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই হোটেলের কর্মী ও অতিথি।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারী একটি গাড়ি হোটেল ভবনে ঢুকে পড়লে ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের বড় একটি দল রাতভর সেখানে উদ্ধার অভিযান চালায়। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে লিখেছে, উদ্ধার অভিযানে সে নজর রাখছে। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবার প্রতি ২ লাখ রুপি ও আহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।
চারতলা ওই হোটেল ভবনটি খুব পুরোনো ও জীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় লোকজন বলছে, ভবনটি ৫০ বছরের পুরোনো। ভবনের ওপরের তিনতলায় ছিল হোটেল। ভবনের নিচতলায় অটোপার্টসের একটি দোকান ও ব্যাংকের একটি এটিএম বুথ ছিল।
গত বছরের সেপ্টেম্বরে মুম্বাইয়ে ১১৭ বছরের পুরোনো ভবন ধসে অন্তত অসংখ্য লোক নিহত হয়েছিল।
Facebook Comments Box