ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি

দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মো. আবদুল হামিদ প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন আগামীকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে তিনি টুঙ্গিপাড়ায় আসছেন।
রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় আগমনের খবর জানিয়ে তার প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারের সই করা একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে। তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার বিএএফ বেজ বাশার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চড়ে টুঙ্গিপাড়ার পথে রওনা দেবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি অবতরণ করবে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে।
টুঙ্গিপাড়ায় আসার পর ১২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে আবার হেলিকপ্টারে ঢাকার পথে রওনা দেবেন তিনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

Facebook Comments Box