আহাদ (রবিবার), ২৩ মার্চ ২০২৫

বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া বুধবার (১৩ জানুয়ারি) জানাবে বিএনপি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাবেন।

তবে কোথায় এবং কখন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান রিজভী।

টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box