আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে: ইফা মহাপরিচালক

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে’

শনিবার দুপুরে মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ, মাদক বিরোধী সচেতনা বৃদ্ধি ও এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আলেম ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে মাদক একটি ভয়াবহ সমস্যা। এ সমস্যা থেকে উত্তরোণের জন্য সরকারের পাশপাশি ইমাম ও আলেমদের মূখ্য ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, ইসলামী ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আকরামুল হক, সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box