ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলে গণস্বাক্ষর কর্মসূচি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলে গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ বিতরণ এবং সঞ্চালন প্রতিষ্ঠানগুলো অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে চাচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের মতামত তুলে ধরার জন্য আজকে আমরা এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সারা দিয়ে একাত্মতা ঘোষণা করেছে। স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে তারাও বিদ্যুতের মূল্য আর যেন বৃদ্ধি না হয় সেই দাবি জানাচ্ছেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তিনদিন গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। টিসিবি ভবন অডিটোরিয়ামে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box