আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাখ্যা চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের দাম বাড়লেও বিদ্যুতের দাম বাড়বে না- সরকারের এমন বক্তব্যের পরও ফের কেন দাম বাড়ানো হচ্ছে তার ব্যাখ্যা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবিত পাইকারি বিদ্যুতে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানিতে তিনি এ ব্যাখ্যা জানতে চান।

শুনানিতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কমিশনকে মনে করিয়ে দেন, ২০১৮ সালে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে কমিশন বলেছিল- গ্যাসের দাম বাড়লেও বিদ্যুতের দাম বাড়বে না। তাহলে এখন কেন বিদ্যুতের দাম বাড়ানোর শুনানি হচ্ছে। এই প্রশ্নের জবাবে কমিশনের সদস্য মিজানুর রহমান বলেন, ‘এ বছরের ডিসেম্বর পর্যন্ত দাম না বাড়ানোর কথা বলা হয়েছিল, তা তো বাড়েনি। গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির কথা বলা হয়েছিল। এলএনজি আসায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে।

এর পরিপ্রেক্ষিতে আলাল বলেন, জেলখানায় না গেলে আবার শুনানিতে এসে এসব কথা মনে করিয়ে দেবো।’ তিনি কুইক রেন্টালের মেয়াদ নিয়ে প্রশ্ন করলে পিডিবির পক্ষ থেকে জানানো হয়, কুইক রেন্টালের একেকটির মেয়াদ একেক সময়ের। ফলে একই সঙ্গে সব বন্ধ হবে না। কিন্তু ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু কেন্দ্র বন্ধ হয়েছে। আর এই কেন্দ্রগুলো নবায়ন করা হচ্ছে না। এ সময় আলাল প্রশ্ন করেন, তাহলে কি অনন্তকাল ধরে এসব চুক্তি চলতে থাকবে?

Facebook Comments Box