সাবত (শনিবার), ০৮ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশ থেকে ৮০ হাজার টন সার কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও কাতার থেকে ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে খরচ হবে ১৭৯ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ২৪৯ টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সরকারি ক্রয় ও অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, শিল্প মন্ত্রণালয়ের সার ক্রয়ের প্রস্তাব ছিলো, যা বাস্তবায়নকারী সংস্থা এই মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। এর প্রথমটি ছিলো ৯ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি, যা আনা হবে সৌদি আরব থেকে। এর ক্রয়মূল্য ছিলো ৬৬ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকা। এগুলো ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার প্রতি মেট্রিক টনের দাম। একইভাবে আরেক প্রস্তাবে নবম লটের ২৫ হাজার ইউরিয়া সার কাতারের মুনতাজাত থেকে আমদানির প্রস্তাব দেয়া হয়। যার ক্রয়মূল্য ৫৫ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩১২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। এগুলোরও প্রতি মেট্রিক টন সারের দাম ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে ১১তম লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৫৬ কোটি ৭০ লাখ ৪১ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৬৭ মার্কিন ডলার।

অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎ বিভাগের অধীন ‘টিএ (টেকনিক্যাল অ্যাসিসটেন্স) ফর বাংলাদেশ পাওয়ার সেক্টর ডেভেলমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং’ প্রকল্পের আওতায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি. (এনইএসসিও) এলাকায় জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আমেরিকার এনআরসিএ ইন্টারন্যাশনালকে ৪২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮০৮ টাকায় নিয়োগের চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয়া হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের আওতায় বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক সিলেটের কুমারগাঁও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র এনার্জি লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২১ সালের পর্যন্ত বাড়ানোর প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে।

Facebook Comments Box